
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর তুরাগ নদীর তীরে সমবেত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই মুসল্লিদের স্রোত ইজতেমা ময়দানের দিকে ছুটতে থাকে।
রেল, সড়ক ও পায়ে হেঁটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসে জমায়েত হয়েছেন ইজতেমা মাঠে। মোনাজাতকে কেন্দ্র করে টঙ্গী সংলগ্ন সড়ক-মহাসড়কে ব্যাপক ভিড় দেখা গেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেই তারা এখানে এসেছেন।
গাজীপুরের কাপাসিয়া থেকে আসা মুসল্লি আমিনুল জানান, ভোর ৪টায় পিকআপযোগে রওনা দিয়ে কিছু দূর এসে যানজটের কারণে হাঁটতে হয়েছে। তার মতো আরও অনেকেই হেঁটে ইজতেমা ময়দানে পৌঁছেছেন।
সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিতব্য আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ।