আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলের ভূমধ্যসাগরের ব্রেগা তীরে ২০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি নাগরিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা লিবিয়ার স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, মরদেহগুলোর সঙ্গে কোনো জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না, ফলে তাদের জাতীয়তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, ২০ জন অভিবাসনপ্রত্যাশীকে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়েছে, যেহেতু মরদেহগুলোর অবস্থা যথেষ্ট খারাপ ছিল। দূতাবাস আরও জানায়, ২০ জনের মরদেহ শুক্রবার (৩১ জানুয়ারি) উদ্ধার করা হয় এবং সেগুলো ব্রেগা তীরে ভেসে আসেছিল।
দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিকদের থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
এছাড়া, লিবিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রুট হয়ে দাঁড়িয়েছে, যেখানে বিপজ্জনক নৌকা পাড়ি দেওয়ার সময় অনেক অভিবাসনপ্রত্যাশী মারা যায়। এই পথে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের জীবন ঝুঁকিতে পড়ে।
এ ঘটনায়, লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য যাত্রা করা অভিবাসীদের পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে, এবং এর ফলে মরদেহ উদ্ধারের সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে।