আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ৯টা ১২ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ৯টা ৩৭ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের।
আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান তুরাগ তীরে জড়ো হন। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, হেদায়েত, এবং ইহকাল-পরকালের মুক্তি কামনা করা হয়। আল্লাহর কাছে সব গুনাহ থেকে মুক্তি ও মানবজাতির কল্যাণে প্রার্থনা করা হয়। মোনাজাতের সময় চারপাশ ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী বাসাবাড়ির ছাদ, কলকারখানা ও আশপাশের উঁচু স্থান থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। এ বছরের ইজতেমায় ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ফিলিপাইন্স, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও চীনসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৩,২০০ বিদেশি মেহমান অংশগ্রহণ করেন।
মোনাজাতের আগে ভারতের মাওলানা আকবর শরীফ হেদায়েতের বয়ান করেন, যার তরজমা করেন মাওলানা নুরুর রহমান। বয়ানে এক চিল্লা ও তিন চিল্লার আমল এবং নিজ মহল্লায় ফিরে ধর্মীয় দাওয়াতের নির্দেশনা প্রদান করা হয়। পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক বক্তব্য দেন। তার তরজমা করেন মাওলানা জুবায়ের।
বিশাল জনসমাগম সামাল দিতে গাজীপুর মহানগর পুলিশ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে। ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।
আগামীকাল সোমবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আ শুরু হবে। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে ইসলামিক জীবনবোধের শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের আলোকিত করবে।