
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী আহমাদ আল-সাদিসও রয়েছেন।
জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব জানিয়েছেন, এ হামলার কিছুক্ষণ পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করা হয়। এরপর আরও একটি ড্রোন হামলায় মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনিও নিহত হন।
জেনিনের পাশাপাশি টুলকার্ম শহর এবং শরণার্থী শিবিরে ছয় দিন ধরে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে। এতে বহু ফিলিস্তিনিকে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে।
নাবলুস, বালাতা শরণার্থী শিবির এবং আল-আইন শরণার্থী শিবিরেও হামলার ঘটনা ঘটেছে।
ইসরায়েলি বাহিনী হালহুল-হেবরন ব্রিজ এলাকায় একটি গাড়িতে গুলি চালিয়ে কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে। হেবরনের একটি মসজিদের কাছে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এছাড়া, ফিলিস্তিনি বন্দি শেহাদা আল-জিয়াওয়ির বাড়িতে তল্লাশি চালানোর সময় ইসরায়েলি সেনারা গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।