আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আজ রোববার ২ ফেব্রুয়ারী অমর একুশে বইমেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে স্থাপন করা শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গতকাল (১ ফেব্রুয়ারি) বইমেলার প্রথম দিন এই ডাস্টবিনে ময়লা ফেলতে দেখা গেছে ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন তিনি।
আজ (২ ফেব্রুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি তার ফেসবুক পেজে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "নগরবাসী, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেয়। সেখানে তারা বইমেলায় পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে ডাস্টবিন ব্যবহারের অনুরোধ করে।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে বইমেলার পরিবেশ উন্নত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ডাস্টবিনের নকশা নিয়ে সমালোচনা করছেন।