আওয়ার টাইমস নিউজ।
প্রবাস ডেস্কঃ লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ভেসে আসা ২৩ জনের লাশ দাফন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।
গত ২৫ জানুয়ারি লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ৫৬ জন অভিবাসী একটি নৌকায় ইতালির উদ্দেশে রওনা হয়। ধারণা করা হচ্ছে, সেদিন রাতেই নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। ২৮ থেকে ৩১ জানুয়ারির মধ্যে লিবিয়ার ব্রেগা উপকূলে ভেসে আসে ২৩টি লাশ।
লিবিয়ার আজ-দাবিয়া শহরে লাশগুলো দাফন করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসার ফেসবুক লাইভে জানান, লাশগুলো ডিকমপোস্ট হয়ে যাওয়ায় সেগুলো সংরক্ষণ করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের মতো কোনো নথিও পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, নিহতরা বাংলাদেশি।
রাষ্ট্রদূত জানান, বেঁচে থাকা দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে ৩১ জন এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা কোনোভাবেই থামানো যাচ্ছে না। গত দেড় বছরে প্রায় ৪ হাজার ২০০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের অভিজ্ঞতা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে ভাগ করে নিতে বলা হয়েছে, যাতে তারা এ ধরনের বিপদের সম্মুখীন না হন। পাশাপাশি দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মানব পাচার প্রতিরোধে মাফিয়া ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর তিনি জোর দিয়েছেন।