আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের মধ্যে ধ্বংসস্তূপ থেকে আরও ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দেড় বছরের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও ধ্বংসযজ্ঞের নিদর্শন এখনও মুছে যায়নি। সোমবার (৩ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ধ্বংসস্তূপ থেকে আরও ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে গাজার সাম্প্রতিক সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ হাজার ৫১৮ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬১২ জনে পৌঁছেছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং রাস্তায় আহত অবস্থায় পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখনও ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছেন বলে জানা গেছে।
গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনে তিন-পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই চুক্তিতে বন্দি বিনিময় এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে পরিস্থিতি এখনও শান্ত হয়নি, বরং ধ্বংসস্তূপ থেকে প্রতিদিন নতুন লাশ উদ্ধারের মাধ্যমে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে।