
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের ওরেব্রো শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি একাই এই হামলা চালিয়েছেন। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যে শিক্ষাপ্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে, সেটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য। যারা সময়মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, তারা এখানে পড়াশোনা করেন।
ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো খালি করা হয়।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এই ঘটনাকে দেশের জন্য বেদনাদায়ক একটি দিন হিসেবে উল্লেখ করেছেন।