
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে শুরায়ে নেজামের অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ১২টা ২৭ মিনিটে। এ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতের সময় লাখো মুসল্লির অংশগ্রহণে ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে তুরাগ নদীর তীর।
এর আগে ভোরে ভারতের বেঙ্গালুরের মাওলানা ফারুকের বয়ানের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। বাংলা অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুফতি আমানুল হক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এই ইজতেমা ছিল মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্ব। আট দিনের বিরতি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ কান্ধলবী অনুসারীদের ইজতেমা শুরু হবে।