আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) উত্তাল হয়ে ওঠে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল সন্ধ্যা থেকেই সেখানে জড়ো হতে থাকে। রাত ৮টার দিকে উত্তেজিত বিক্ষোভকারীরা ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে বাড়িটির দোতলায় অগ্নিসংযোগ করে।
সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা শেখ হাসিনার ফাঁসি চাই, মুজিববাদ মুর্দাবাদসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়।
বিক্ষোভের সময় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় তিনটি পুলিশের গাড়ি ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে উত্তেজিত ছাত্র-জনতা ভাঙচুর শুরু করলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ছাত্র হত্যায় জড়িত ফ্যাসিবাদী শক্তির কোনো চিহ্ন দেশে থাকতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর থেকেই তার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে।