আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে বরিশালের প্রয়োজন ছিল মাত্র আট রান। চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বল তুলে দেন হুসাইন তালাতের হাতে। প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচের উত্তেজনা প্রশমিত করেন রিশাদ হোসেন। পরের বলে এক রান নিয়ে দলকে আরও কাছে নিয়ে যান তিনি। তৃতীয় বল ডট হওয়ার পর ওয়াইডে বরিশাল সহজেই জয় নিশ্চিত করে।
শুক্রবার রাতে মিরপুরে বিপিএলের একাদশ আসরের ফাইনালে রেকর্ড ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে তিন বল হাতে রেখে বরিশাল তিন উইকেটে জয়লাভ করে। এর মাধ্যমে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা ঘরে তুলল বরিশাল। ম্যাচ শেষে মাঠে চ্যাম্পিয়ন বরিশালের খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাস দেখা যায়।
বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ফাইনালে ঝড়ো ফিফটি করে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেন। চ্যাম্পিয়ন দল বরিশাল পুরস্কার হিসেবে আড়াই কোটি টাকা পায় এবং রানার্সআপ চিটাগং কিংস পায় দেড় কোটি টাকা।
পারভেজ হোসেন ও খাজা নাফির উদ্বোধনী জুটিতে চিটাগং কিংস ১২১ রান তুললেও শেষ পর্যন্ত ১৯৪ রানে ইনিংস শেষ করে। পারভেজ হোসেন ৪৯ বলে অপরাজিত ৭৮ রান করেন, তার ইনিংসে ছয়টি চার ও চারটি ছয় ছিল। খাজা নাফি ৪৪ বলে ৬৬ রান করেন।
বরিশালের হয়ে রিশাদ হোসেন ফিনিশিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। শরীফুল ইসলামের চার উইকেটের অসাধারণ পারফরম্যান্সও বৃথা যায়।
পারিশ্রমিক নিয়ে বিতর্ক ও অন্যান্য অভিযোগের মাঝেও এবারের আসরের জমজমাট ফাইনাল দর্শকদের উপহার দিল অসাধারণ মুহূর্ত। বরিশাল তাদের চ্যাম্পিয়নের মুকুট ধরে রেখে প্রমাণ করল কেন তারা বর্তমান চ্যাম্পিয়ন।