আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আপিল ট্রাইব্যুনালে জয়লাভের পর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে আওয়ামী লীগ সরকারের সময়ে বরখাস্ত হওয়া ১ হাজার ৫২২ পুলিশ সদস্য তাদের চাকরি ফিরে পেতে যাচ্ছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, আবেদন পর্যালোচনা শেষে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মধ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদ পর্যন্ত বিভিন্ন স্তরের সদস্য রয়েছেন।
তিনি বলেন, "যারা আপিল ট্রাইব্যুনালে জয়লাভ করেছেন, তাদের পুনর্বহালের কাজ শুরু হয়েছে। তবে যারা কোনো আপিল করেননি বা যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তারা বিবেচনায় আসছেন না।"
এর আগে, ডিআইজির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করে আবেদন পর্যালোচনা করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতেই পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, যারা পুনরায় চাকরিতে ফিরছেন, তাদের পেশাগত জীবন আবার শুরু করার সুযোগ তৈরি হয়েছে।