আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি হজ মন্ত্রণালয়ের মতে, প্রতি বছর হজের সময় তীব্র জনসমাগমের কারণে শিশুদের জন্য ঝুঁকি তৈরি হয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া, মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর যারা আগে কখনো হজ করেননি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
হজযাত্রীদের তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা ও মাহরাম পরিবর্তনের অনুরোধও অনলাইনে জমা দিতে হবে।
হজ প্যাকেজ কেনার আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়।
ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মে এই কার্যক্রম শুরু হয়েছে, যেখানে হজযাত্রীরা তাদের পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।