আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: যাঁরা আইন হাতে তুলে নিয়ে হামলা ও ভাঙচুরে অংশ নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার তা শক্ত হাতে দমন করবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লেখেন, "অভ্যুত্থানের পক্ষে থাকলে মব করা বন্ধ করুন। যদি মব করেন, তাহলে আপনাদের ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার কাজ বন্ধ করুন।"
উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। কথিত আন্দোলন ও মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে।
ধর্মভিত্তিক সংগঠনগুলোর কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা দীর্ঘ সময় পর শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। উগ্রতা এবং অহেতুক বিশৃঙ্খলা আপনারা নিজেরাই সেই শান্তি বিনষ্টের কারণ হতে পারেন। জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের ওপর জুলুমও অবধারিত হবে।"
তিনি ইসলামের মূল নীতির উল্লেখ করে বলেন, "লা তাযলিমুনা ওলা তুযলামুনা—জুলুম করবেন না এবং জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের প্রতি শেষ অনুরোধ।"