আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: উপদেষ্টা মাহফুজ আলম তৌহিদী জনতাকে হুমকি দেওয়ার অভিযোগ খারিজ করে বলেছেন, তিনি তাদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, “যারা নিজেদের তৌহিদী জনতা হিসেবে পরিচয় দেয়, তাদের আমি হুমকি দিইনি, বরং সতর্ক করেছি।
মাহফুজ আলম আরও উল্লেখ করেন, গত ১৫ বছর ধরে নানা নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তৌহিদী জনতা একটি জাতীয় সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “এ ক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে।
এছাড়া, উপদেষ্টা তার পোস্টে জানান, ইসলামি বিশ্বাসের প্রতি তাঁর শ্রদ্ধা থাকলেও উগ্র তৌহিদবাদীদের বিরুদ্ধে তিনি সতর্ক হতে বাধ্য। তিনি মনে করেন, দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য আমাদের কঠোর হতে হবে এবং মব সংস্কৃতির কারণে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
“এ সতর্কতা অপরাধীদের জন্য,”— এমন মন্তব্য করে মাহফুজ আলম বলেন, “যারা তৌহিদের নামে নিপীড়ন করছে, নৈরাজ্য সৃষ্টি করছে।” তিনি এটাও স্পষ্ট করেন যে, ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হয়ে মুসলিমদের নিপীড়ন আর কখনো সহ্য করা হবে না।
পোস্টের শেষে তিনি এক আহ্বান জানান, বিভাজন ও ঘৃণা দূর করে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য সবার প্রতি আবেদন জানান।