আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া, ওয়াজ ও কোরআন তিলাওয়াতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এসব মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেমরা শবে বরাতের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করবেন।
ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শবে বরাত উপলক্ষে দিনব্যাপী এবং রাতভর বিশেষ ইবাদত ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আয়োজনগুলো হলো—
সন্ধ্যা ৬:৩৫: ‘লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ শীর্ষক ওয়াজ, বয়ান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।
রাত ৭:১০: শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
রাত ৮:৫০: বোর্ড অব গভর্নরসের সদস্য ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি ওয়াজ করবেন।
রাত ৯:৩০: ‘লাইলাতুল বরাত: কোরআন ও হাদিসের দৃষ্টিতে’—ওয়াজ করবেন বোর্ড অব গভর্নরসের সদস্য ও চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি।
রাত ২:১৫: নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত বিষয়ে আলোচনা করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।
ভোর ৫:৫০: আখেরি মোনাজাত পরিচালনা করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী।
শবে বরাত উপলক্ষে রাজধানীসহ সারাদেশের প্রধান মসজিদগুলোতেও বিশেষ দোয়া মাহফিল ও ওয়াজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আয়োজন—
চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ: রাত ৯:০০টায় বিশেষ ওয়াজ এবং রাত ১২:৩০টায় বিশেষ মোনাজাত।
খুলনার টুটপাড়া জামে মসজিদ: রাত ১০:০০টায় ওয়াজ মাহফিল, রাত ২:০০টায় কিয়ামুল লাইল।
রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় মসজিদ: রাত ৮:৩০টায় ওয়াজ, রাত ১২:০০টায় মিলাদ ও দোয়া।
সিলেটের শাহী ঈদগাহ মসজিদ: রাত ৯:০০টায় ওয়াজ এবং রাত ৩:০০টায় বিশেষ ইবাদত ও মোনাজাত।
বরিশালের কেন্দ্রীয় মসজিদ: রাত ১০:০০টায় ওয়াজ এবং রাত ১:৩০টায় বিশেষ দোয়া মাহফিল।
শবে বরাত উপলক্ষে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে মসজিদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ টহল পরিচালনা করবেন, যাতে ধর্মপ্রাণ মুসলমানরা নির্ভয়ে ইবাদত করতে পারেন।
শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, "শবে বরাত আমাদের জন্য আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ। এই রাতে বেশি বেশি ইবাদত করে আমাদের জীবনকে আরও পরিশুদ্ধ করা উচিত।"
শবে বরাত আত্মশুদ্ধির রাত, পাপ মোচনের রাত। মুসলিম উম্মাহ এই রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন। সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতেও শবে বরাতের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। আসুন, আমরা এই রাতের মূল শিক্ষা ধারণ করে কল্যাণের পথে এগিয়ে যাই।