
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনার বিরুদ্ধে আরব বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। এ ইস্যুতে দ্রুত ব্যবস্থা নিতে মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা সৌদি আরবে জরুরি সম্মেলনে বসতে যাচ্ছেন।
ট্রাম্প সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেন। এতে তিনি প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করে মিশর ও জর্ডানে পাঠানোর প্রস্তাব দেন। এই ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে মুসলিম ও আরব দেশগুলো একযোগে এর বিরোধিতা করে।
সৌদি আরবের উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি চারটি আরব দেশের শীর্ষ নেতাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও উপস্থিত থাকবেন। একইসঙ্গে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের একটি পৃথক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ও সৌদি আরব।
ইসরায়েল গত ১৫ মাস ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যাতে এখন পর্যন্ত ৪৮,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ট্রাম্পের নতুন পরিকল্পনা সেই সংকটকে আরও জটিল করে তুলেছে।
আরব দেশগুলো বারবার দুই রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। আসন্ন সম্মেলন ফিলিস্তিনি সংকটের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট কতটা বদলাতে পারবে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: আল-জাজিরা