আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি কর্তৃপক্ষ তিন বন্দিকে মুক্তির পর আরও ৩৬৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগকেই কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্তদের স্বজন ও সমর্থকরা তাদের উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করেন। এছাড়া গাজামুখী আরও কয়েকটি বাসেও বন্দিদের ফেরত পাঠানো হয়।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪৮ বছর বয়সী আহমেদ বারঘৌতি, যিনি ফিলিস্তিনি রাজনৈতিক নেতা মারওয়ান বারগৌতির ঘনিষ্ঠ সহযোগী। এ ছাড়া ৭০ বছর বয়সী এক বৃদ্ধসহ বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন।
এক বন্দি জানান, তারা দীর্ঘদিন পানিসংকট, বিদ্যুৎবিচ্ছিন্ন পরিবেশ এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছেন। তিনি বলেন, “আমাদের কোনো যোগাযোগের সুযোগ ছিল না, আমরা পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম।
এই মুক্তির ফলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।