আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, এমনটাই মনে করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ জানান, সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদনগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং শিগগিরই তাদের সঙ্গে আলোচনা শুরু হবে। সব দলই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা স্বীকার করছে এবং সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, "সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে এবং সম্মিলিতভাবে সংলাপ করা হবে। আমরা চাই, এটি দ্রুত সম্পন্ন হোক, যাতে নির্বাচনের পথে অগ্রসর হওয়া যায়।
সংলাপের গতি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, "যেহেতু ৬টি কমিশনের প্রতিবেদন রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে, তাদের এগুলো বিশ্লেষণ করতে সময় লাগবে। তবে আমরা চাই দ্রুত সংলাপ শেষ করে সংস্কার কার্যক্রম শুরু করা হোক।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোকেও সময় দিতে হবে, যাতে তারা প্রতিবেদনগুলো মূল্যায়ন করতে পারে। তবে জাতীয় ঐক্যের লক্ষ্যকে সামনে রেখে সংলাপ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।