আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-তে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও প্রকাশ্যে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, কর্মীসভায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের গণরুম থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, প্রোগ্রামে না গেলে তাদের বিছানা ফেলে দেওয়া ও হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এছাড়া, বরিশাল ক্যাম্পাসের নিয়মিত বাস চলাচল বন্ধ রেখে কর্মীসভায় বাস ব্যবহার করা হয়, যার ফলে বহু শিক্ষার্থী ভোগান্তির শিকার হন।
কর্মীসভায় সাবেক ছাত্রলীগ কর্মীদের উপস্থিতির কথাও জানা গেছে। এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "ছাত্রদলের আচরণ দেখে মনে হচ্ছে, তারা ফ্যাসিবাদী ছাত্রলীগের প্রতিরূপ হয়ে উঠছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দীন জানান, প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত ছিল। তবে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান দাবি করেন, তিনি কিছুই জানেন না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কর্মীসভা হয়েছে, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ১৩ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবু, এই কর্মসূচি আয়োজনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।