
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক: রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ফলে ৪৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে, শীতের তীব্রতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া রাতভর ১৪৩টি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তবে কিয়েভের প্রতিরক্ষা বাহিনী ৯৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামহাল জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য ছিল জনসাধারণকে চরম শীতের মধ্যে ঠেলে দেওয়া এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই হামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না, বরং সাধারণ বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি আঘাত। রাশিয়া আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, এটি তার প্রমাণ।
কিয়েভ থেকে আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্রাটফোর্ড জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষ থেকে বড় কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি, তবে যুদ্ধের তীব্রতা কমারও কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
এদিকে, ইউক্রেন সরকার বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে, তবে তীব্র শীতের কারণে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।