আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের পাঁচ জেলায় ব্যাপক কর্মসূচি চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার আন্দোলনে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার বিভিন্ন স্থানে পদযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে তিস্তাপাড়ের ১১টি পয়েন্ট। লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হওয়া গণপদযাত্রা রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয়। স্থানীয় কৃষক, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণে কর্মসূচিটি ব্যাপক গণসমর্থন লাভ করেছে।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করায় বাংলাদেশের কৃষকরা মারাত্মক সংকটে পড়ছেন। বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় দেখা দেয় ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও বসতবাড়ি।
বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এখন সময়ের দাবি। এ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়সঙ্গত পানির হিস্যা নিশ্চিত করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিস্তা নদী রক্ষায় দাবিগুলো:
তিস্তার পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন
তিস্তা অববাহিকায় টেকসই বাঁধ ও সেচ প্রকল্প স্থাপন
আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি উত্থাপন
আজ বিকেলে কর্মসূচির সমাপনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।