আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করেছেন এবং আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজার বর্তমান পরিস্থিতি:
মৃতের সংখ্যা: ৪৮,২৮৪ জন।
আহত: ১,১২,০০০ জন।
অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজার বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যদিও চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, তবু ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার অব্যাহত রয়েছে।
যুদ্ধবিরতির চুক্তির আওতায় বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে।