আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিফাত রশিদ এ কমিটি ঘোষণা করেন।
এই কমিটিতে ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম.জে.এইচ মঞ্জুকে আহ্বায়ক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতিক শাহরিয়াকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, ওমর ফারুক (বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি) - মুখ্য সংগঠক
সাবিনা ইয়াছমিন (ইউল্যাব) - মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিফাত রশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি জানান, ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় নর্দান ইউনিভার্সিটির শহিদ আসিফকে প্রথম শহিদ এবং সাউথইস্ট ইউনিভার্সিটিকে সর্বোচ্চ শহিদের ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদিন বলেন, অতীতে রাজনৈতিকভাবে উপেক্ষিত থাকলেও, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও রাজনীতি নিয়ে সচেতন হয়ে উঠেছে।
কেন্দ্রীয় সদস্য জাহিদ আহসান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু জুলাই বিপ্লবেই নয়, অতীতেও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তাদেরকে রাজনৈতিকভাবে আরও সংযুক্ত করা এখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সংগঠনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ও অংশগ্রহণকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানানো হয়।