আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসে সশস্ত্র হামলায় ৭ যাত্রী নিহত হয়েছেন। সন্ত্রাসীরা বাস থামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে নির্দিষ্ট যাত্রীদের নামিয়ে এনে গুলি করে হত্যা করে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বেলুচিস্তানের বরখান জেলায় এ ঘটনা ঘটে। ৪০ জনের একটি সশস্ত্র দল একাধিক বাস ও যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র যাচাই করে। এরপর মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের সাতজন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্যও স্পষ্ট নয়। তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এলাকাটি ঘিরে ফেলা হলেও হামলাকারীরা পালিয়ে গেছে।
বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের কার্যক্রমের কেন্দ্রবিন্দু। তারা বৃহত্তর স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ভাগ দাবি করে আসছে।
এর আগে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কয়লাখনি শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলায় ১১ জন নিহত ও ৬ জন আহত হন।
গত আগস্টে থানা ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলায় ২৩ জন নিহত হন, যার দায় স্বীকার করেছিল বালুচ লিবারেশন আর্মি (BLA)।
নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে, তবে এই অঞ্চলে সহিংসতা অব্যাহত রয়েছে।