আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ২৭ মিনিটে সংগঠনটির পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল অর্পণ করা হয়।
সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা, সদস্যসচিব আরিফ সোহেল ও দপ্তর সম্পাদক জাহিদ আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আরিফ সোহেল বলেন, "আমাদের মাতৃভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে, কারণ আমাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল। বায়ান্নর চেতনা আজও প্রাসঙ্গিক, কারণ আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় দমনের চেষ্টা চলেছে। আমরা সেই অবদমন রুখে দাঁড়ানোর ভাষা খুঁজে নিয়েছি।"
এর আগে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত ১২টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।