
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ব্রিকস জোট যদি ডলারের বিকল্প কোনো মুদ্রা চালুর চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর ১৫০% শুল্ক আরোপ করবে এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান গভর্নরের অ্যাসোসিয়েশন আয়োজিত এক সভায় ট্রাম্প এই কঠোর বার্তা দেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০২৩ সালে নিজেদের মধ্যে একটি অভিন্ন মুদ্রা চালুর পরিকল্পনা নেয়। ধারণা করা হচ্ছে, তারা চীনের ইউয়ানকে আন্তর্জাতিক লেনদেনের বিকল্প মুদ্রা হিসেবে ব্যবহারের দিকে ঝুঁকছে। ট্রাম্প মনে করছেন, এটি বিশ্ববাজারে ডলারের আধিপত্য হুমকির মুখে ফেলবে।
এখন পর্যন্ত ব্রিকস সদস্য দেশগুলো ট্রাম্পের এই বক্তব্যের আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
শুধু ব্রিকস নয়, ট্রাম্প কানাডাকেও টিপ্পনি কেটেছেন। তিনি বলেন, কানাডা তার মোট পণ্যের ৯৫% যুক্তরাষ্ট্র থেকে নেয়, যা দেশটিকে কার্যত যুক্তরাষ্ট্রের “৫১তম অঙ্গরাজ্যে” পরিণত করেছে। এমনকি তিনি মজা করে বলেন, “আমরা হয়তো এক চুক্তির মাধ্যমে কানাডার জাতীয় সংগীতকেও আমাদের তালিকায় রাখতে পারি।”
একই সভায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের মতো উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে যুক্তরাষ্ট্র।
এই বক্তব্য বিশ্ববাজারে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় পরিবর্তন আসতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।