আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর পদ্মা নদীর তীরে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখে স্কচটেপ লাগানো ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।
নিহত যুবকের নাম মো. আবুল বাশার মিন্টু (৩৫)। তিনি নগরীর মির্জাপুর এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে। পুলিশের ধারণা, শুক্রবার দুপুরের দিকে তাকে হত্যা করা হয়েছে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিকেলে পদ্মাপাড়ে ঘুরতে আসা কয়েকজন লাশটি দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে।
তিনি আরও জানান, নিহতের পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট ছিল। মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল, যার ওপরে স্কচটেপ লাগানো ছিল। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।