
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরির লক্ষ্যে তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, যেখানে পরিবারতন্ত্রের কোনো স্থান থাকবে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ‘বাপ নেতা হলে ছেলে নেতা হবে—এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা আর রাখছি না। যোগ্যতা থাকলে যে কেউ নেতৃত্বের আসনে আসতে পারবেন।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে এক মতাওবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশে পুরোনো ধাঁচের রাজনীতি আর চলবে না। পরিবর্তন দরকার। তরুণদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো তৈরি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতিকে জনগণের রাজনীতি বানাতে হবে। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সৎ, যোগ্য এবং জনবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে হবে। দখল, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে।’
সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সম্পৃক্ততার প্রতিশ্রুতি
সভায় উপস্থিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সম্পৃক্ত হওয়ার প্রতিশ্রুতি দেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রুকন উদ্দিন বলেন, ‘দেশের স্বার্থ রক্ষায় আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর সময় এসেছে। একটি স্বাধীন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সঙ্গে আমরা থাকব।’
গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইন বলেন, ‘পরিবর্তন দরকার, কিন্তু সেটা হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আমরা চাই, জনগণের সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করুক।’
মতবিনিময় সভায় বক্তারা সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ গঠনের দাবি জানান। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক কাঠামো সংস্কার করা জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে, যাতে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা যায়।’
নতুন দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শিগগিরই আরও বড় পরিসরে সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়।