আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। তিনি মন্তব্য করেন, একদিকে নয়াদিল্লিকে বিভিন্ন ইস্যুতে দোষারোপ করা আর অন্যদিকে সুসম্পর্ক বজায় রাখার আশা করা—এটি বাস্তবসম্মত নয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক সাহিত্য উৎসবে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন,
"আপনি প্রতিদিন ভারতের সমালোচনা করতে পারেন না এবং একই সঙ্গে ভালো সম্পর্কও আশা করতে পারেন। এটি আত্মপরস্পরবিরোধী।
তিনি বলেন, ভারত চায় বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করুক, তবে সীমান্তের ওপার থেকে আসা বিরূপ বার্তায় নয়াদিল্লি অসন্তুষ্ট।
জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি ভারতের নীতিনির্ধারকদের ওপর প্রভাব ফেলছে এবং এই বিষয়ে ভারত নিশ্চুপ থাকবে না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা থাকলেও, দিনশেষে দুই দেশ প্রতিবেশী এবং সুসম্পর্ক বজায় রাখা জরুরি।
তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা মনে রাখা উচিত।