
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত থেকে বুয়েট ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং হত্যাকারী জেমির পুনরায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করেন।
সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন এবং সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তৃতা দেন আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি বলেন, “আমরা আজকে হাইকোর্টে জানতে পেরেছি, আমার ভাইয়ের খুনি জেমি পালিয়ে গেছে। এটি রাষ্ট্রের ব্যর্থতা। সরকারও এই দায় এড়াতে পারে না। তারা আগেই বিষয়টি জানত, কিন্তু লুকিয়ে রেখেছিল।”
তিনি আরও বলেন, “আমরা সরকারের কাছ থেকে স্পষ্ট জবাব চাই। কারা বিভাগের গাফিলতি কেন হলো? কে তাকে পালাতে সাহায্য করল? আমরা অবিলম্বে জেমির পুনরায় গ্রেপ্তার চাই এবং যারা এই ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
হাইকোর্টের শুনানিতে জানা যায়, মুনতাসির আল জেমি গত বছরের ৫ আগস্টের পর কোনো একসময় কারাগার থেকে পালিয়ে যান। তবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। কীভাবে এবং কার সহযোগিতায় তিনি পালালেন, তা এখনও স্পষ্ট নয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায়বিচার চাই। হত্যাকারীর পলায়নের মাধ্যমে রাষ্ট্র প্রমাণ করেছে, তারা সঠিকভাবে আইন বাস্তবায়নে ব্যর্থ। আমরা যদি দ্রুত পদক্ষেপ না দেখি, তাহলে আরও কঠোর আন্দোলনের দিকে যাব।”
বুয়েট ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা সরকারের কাছ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।