আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চাঁদ দেখা সাপেক্ষে আগামী রোববার অথবা সোমবার শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশের সব মসজিদে এক পদ্ধতিতে খতম তারাবি পড়ার জন্য আহ্বান জানিয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে বেশিরভাগ মসজিদে খতমে তারাবির মাধ্যমে কোরআন তেলাওয়াতের একটি নির্দিষ্ট নিয়ম প্রচলিত রয়েছে। তবে, কিছু মসজিদে এ বিষয়ে ভিন্নতা দেখা যায়। ফলে অনেক কর্মজীবী মুসলমান পবিত্র কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না, যা তাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে এবং সওয়াব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।
এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইসলামিক ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে পরামর্শ দিয়েছে, রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা তেলাওয়াত এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে ২১ পারা তেলাওয়াত করলে শবেকদর রাতে কোরআন খতম করা সম্ভব হবে।