আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রমজান মাসের পবিত্রতা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১,২৯৫ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। মুক্তির অংশ হিসেবে, বন্দিদের কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
এ বছরের রমজানকে সামনে রেখে, আমিরাত সরকারের এই সিদ্ধান্ত বন্দিদের নতুন জীবন শুরু করার সুযোগ দেবে এবং তাদের পরিবারের দুর্ভোগ কমাবে। শেখ মোহাম্মদ গত বছরও রমজান উপলক্ষে ৭৩৫ বন্দিকে মুক্তি দিয়েছিলেন।
এই মুক্তির সিদ্ধান্ত প্রতিবছর ধর্মীয় ছুটির দিনে বন্দিদের মুক্তি দেওয়ার রীতি অনুসরণ করে নেওয়া হয়েছে। আরব বিশ্বের বিভিন্ন অঞ্চলে রমজান মাস শুরু হবে ১ মার্চ থেকে, তবে চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে রমজান শুরু হবে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।