
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া ৭ বছরের দণ্ড চূড়ান্তভাবে বাতিল হয়েছে। আজ (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখেন।
২০১৮ সালে বিশেষ জজ আদালত এ মামলায় তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলায় খালাস পান তিনি। আজকের রায়ে তার বিরুদ্ধে এই মামলাটিও চূড়ান্তভাবে বাতিল হলো।