
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে ১০ হাজারের বেশি পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। দেশটির ৬৪৪টি সুপারমার্কেটে এ বিশেষ মূল্যছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা সুরক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক সুলতান দারবিশ।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, লুলু হাইপারমার্কেটের ৬০০টিরও বেশি শাখায় ৫,৫০০ পণ্যে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। এছাড়া একটি কো-অপারেটিভ ৫,০০০-এর বেশি পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস দিয়েছে।
রমজানের আগে আমিরাতের বাজারে বিপুল পরিমাণ খাদ্যপণ্য সরবরাহ করা হয়েছে। দুবাইয়ের আল আওয়ীর ফল ও সবজি বাজারে প্রতিদিন গড়ে ১৫ হাজার টন এবং আবুধাবিতে ছয় হাজার টন খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে।
ভোক্তাদের স্বস্তি দিতে সরকার বাজার তদারকির কঠোর পদক্ষেপ নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি ও গমসহ ৯টি মৌলিক পণ্যের দাম রমজানের সময় বৃদ্ধি করা যাবে না। এ বিষয়ে দেশজুড়ে ৪২০টি পরিদর্শন অভিযান পরিচালিত হবে।
সরকার বাজার তদারকিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। অনলাইন প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে মূল্য পরিবর্তন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
ভোক্তারা যদি কোনো অসঙ্গতি বা নিম্নমানের পণ্য দেখেন, তবে নির্দিষ্ট টোল-ফ্রি নম্বরে বা মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে পারবেন।