
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (৩ মার্চ) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ট্রাম্প বলেন, “রমজান একটি বিশেষ মাস, যা রোজা, প্রার্থনা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেয়। এটি পুণ্য অর্জনের এবং নতুন আশা ও সাহস পেতে একটি গুরুত্বপূর্ণ সময়।” তিনি আরও বলেন, “এ সময় লাখ লাখ মুসলিম রোজা পালন শুরু করেছেন, এবং আমার প্রশাসন তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি এক শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ার এবং সকল মানুষের মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।