আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাধানে ইউক্রেন প্রস্তুত।
গত শুক্রবার (১ মার্চ) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক চলাকালে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ কারণে নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তিও স্বাক্ষরিত হয়নি।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে, যা তিন বছর ধরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
মঙ্গলবার (৪ মার্চ) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেন—
"বৈঠক আশানুরূপ হয়নি, যা দুঃখজনক।"
"আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে শান্তি আলোচনায় প্রস্তুত।"
"যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শর্তে নিরাপত্তা ও খনিজ চুক্তি করতে আগ্রহী ইউক্রেন।"
তিনি আরও বলেন, "আমরা অনন্তকাল ধরে যুদ্ধ চাই না, শান্তির জন্য ইউক্রেন সবচেয়ে বেশি আগ্রহী।"
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত মস্কোর প্রতি ট্রাম্প প্রশাসনের নরম অবস্থান ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই উত্তেজনার পর শান্তি আলোচনা এগোবে, নাকি নতুন মোড় নেবে যুদ্ধ? সময়ই দেবে তার উত্তর।