
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর বিস্ফোরকভর্তি দুটি গাড়ি ব্যবহার করে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে দুই আত্মঘাতী হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে বিস্ফোরণ ঘটায়, এরপর কয়েকজন অস্ত্রধারী ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দুই আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন সন্ত্রাসী রয়েছে। হামলায় সাত শিশুসহ তিন নারী ও দুই বেসামরিক নাগরিক প্রাণ হারান। এছাড়া, ৩০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে দুই নারীসহ ছয়জন বেসামরিক নাগরিকও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা বিস্ফোরকভর্তি গাড়ি সামরিক স্থাপনার দেয়ালে ধাক্কা দেয়, তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় তাদের পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। গোলাগুলিতে ছয়জন জঙ্গি নিহত হয়।
এই হামলার দায় স্বীকার করেছে জইশ আল ফুরসান নামক একটি জঙ্গি সংগঠন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পরিকল্পিতভাবে বিস্ফোরকভর্তি দুটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ইতিমধ্যে গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।