আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালকরা চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন। বুধবার (৫ মার্চ) বিকালে পূর্বাচল উপশহরের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এই ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ সিএনজি চালকরা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কে বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস আটকে যাত্রীদের নামিয়ে দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সিএনজি চালকরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করেন।
সিএনজি চালকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে পূর্বাচল উপশহরের কুড়িল এলাকায় সিএনজি চালকদের কাছ থেকে মাসিক চাঁদা দাবি করছিলেন বিআরটিসি বাসের ঠিকাদারদের লোকজন, রাকিব ও জাহিদ। তারা প্রতিটি গাড়ির জন্য তিন থেকে চার হাজার টাকা চাঁদা ধার্য করছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব ও জাহিদের নেতৃত্বে তাদের লোকজন সিএনজি চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে।
এই ঘটনার প্রতিবাদে সিএনজি চালকরা বুধবার সকাল থেকে তাদের গাড়ি বন্ধ করে রাস্তায় অবস্থান নেন। তারা বিআরটিসি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেয় এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এ ঘটনার পর পুলিশের অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ আবু ছায়েম বলেন, "গাড়ি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে সিএনজি চালকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এবং তারা আমাদের ওপর চড়াও হন।"
এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের জন্য এক দীর্ঘ সময় ভোগান্তি সৃষ্টি হয়েছে।