
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারের কাছে অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে এবং এ বিষয়ে একটি কূটনৈতিক পত্রও পাঠিয়েছে।
এ ব্যাপারে গতকাল সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, দেশটি তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে প্রস্তুত, তবে ভারতীয়দের মতো অবমাননাকর উপায়ে ফেরত পাঠানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নাগরিকত্ব যাচাই সাপেক্ষে হবে, এবং যেভাবে অন্যান্য দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে, সেরকম পরিস্থিতি যেন বাংলাদেশিদের ক্ষেত্রে না ঘটে, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।