
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হবে বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একবারের জন্য জয়ী হওয়া নয়, বরং ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে রাজনৈতিক শক্তি ধরে রাখা।”
নাহিদ ইসলামের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ তিনি নাকচ করে দেন।
নাহিদ ইসলাম ছিলেন গত বছরের গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারে যোগ দিলেও সম্প্রতি পদত্যাগ করে তরুণদের নিয়ে এনসিপি গঠন করেন। তিনি মনে করেন, তার দল সরকার গঠন করতে না পারলেও তারা একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক শক্তির ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছে।
এনসিপি রাজনৈতিক সংস্কারকে গুরুত্ব দিলেও কিছু বিষয়ে বিতর্কের সম্মুখীন হয়েছে। দল গঠনের পর ডানপন্থীদের দাবির মুখে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজন সদস্যকে কমিটি থেকে সরানো হয়। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা সবার অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে ধর্মীয় ও সাংস্কৃতিক কিছু সীমাবদ্ধতা আমাদের মেনে চলতে হয়।”
এনসিপি নিজেকে গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী মানুষের জন্য একটি উন্মুক্ত রাজনৈতিক মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তবে বিএনপির সঙ্গে তাদের জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিএনপি চায় যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক।
নাহিদ ইসলাম আশাবাদী যে, এনসিপি শুধু এই নির্বাচনেই নয়, ভবিষ্যতেও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী প্রভাব রাখবে।