
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় ‘সাবারী ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার (৮ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থানা পুলিশের সহযোগিতায় বুলডোজার দিয়ে ইটভাটাটি ধ্বংস করা হয়। প্রশাসন জানিয়েছে, ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।
স্থানীয়দের অভিযোগ, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ইটভাটাটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে চলছিল।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এই ইটভাটার কখনোই বৈধ কাগজপত্র ছিল না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এটি চালানো হতো।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, “হাইকোর্টের রিট পিটিশন (১৩৭০৫/২০২২) অনুযায়ী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশনায় এই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ইউএনও আরও বলেন, “পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে তারা চান, কমলগঞ্জসহ আশপাশের এলাকায় আরও যেসব অনুমোদনহীন ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।