আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ, ১২ মার্চ, বুধবার, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক স্থানে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।