আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা দাবি করেছে, কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, ট্রেনের যাত্রীদের মধ্যে সাধারণ যাত্রীদের পাশাপাশি পুলিশ এবং আইএসআই সদস্যরাও ছিলেন। বিএলএ মুখপাত্র জিয়ান্দ বেলুচ হুমকি দিয়েছেন যে, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে, তবে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে।
সাধারণ যাত্রীদের মধ্যে মোট ৪৫০ জনের মতো যাত্রী ছিলেন। বেলুচিস্তানে কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে সশস্ত্র গোষ্ঠীটি, এবং ট্রেনে হামলার দায়ও তারা স্বীকার করেছে। পাকিস্তান সরকার পরিস্থিতি মোকাবিলায় সিবি হাসপাতালকে জরুরি অবস্থায় ঘোষণা করেছে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।