আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাকের ঘটনায় হামলাকারীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে আন্তর্জাতিক হ্যান্ডলার ও আফগানিস্তানের একজন মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ রাখছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে বাধা সৃষ্টি করতে তারা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, যার ফলে সেনাবাহিনীকে চরম সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করতে হচ্ছে।
সূত্র জানায়, ট্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হামলাকারীরা রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন থামায় এবং চালকের কেবিন লক্ষ্য করে গুলিবর্ষণ করে, এতে ট্রেনের চালক গুরুতর আহত হন। এ হামলাটি আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলের সামনে ঘটানো হয়। দুর্গম অঞ্চলে হওয়ায় অভিযান চালানো আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে পাল্টা অভিযান পরিচালনা করছে, যাতে বেসামরিক যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।