২৫শে মার্চ, ২০২৫, ২৪শে রমজান, ১৪৪৬
সর্বশেষ
গাজায় শিশু হ/ত্যা নিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তব্য ফাঁস, ও ভিডিও ভাইরাল
কক্সবাজারে র‍্যাবের অভিযানে আরাকান আর্মির শতাধিক ইউনিফর্মসহ আটক ৩
গাজায় ভয়াবহ ই/স/রা/য়ে/লি হামলায় নিহত ১৭, মানবিক বিপর্যয়ের আশঙ্কা
সেনাপ্রধান থেকে আর্থিক সহায়তা পেলেন শহীদ আবু সাঈদের পরিবার
যয
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর ভয়ং’কর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
বিএনপি জানে নির্বাচন কিভাবে আদায় করতে হবে
সিরিয়ায় নতুন সংঘাত: আসাদপন্থি মিলিশিয়া ও এইচটিএস-এর মধ্যে র/ক্ত ক্ষয়ী সংঘর্ষ
সেনাবাহিনী নিয়ে হাসনাতের মন্তব্যে দ্বিমত প্রকাশ করলেন সারজিস আলম
সাংবাদিকতার ভবিষ্যৎ: বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ ও করণীয়

যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি: কুরআন ও হাদিসের আলোকে কঠোর সতর্কবার্তা

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: যাকাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা ধনীদের জন্য ফরজ করা হয়েছে। এটি সম্পদের পবিত্রতা নিশ্চিত করে এবং গরিবদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যাকাত আদায় না করলে ব্যক্তি কেবল দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয় না, বরং আখিরাতেও ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হয়।

কুরআনে যাকাত না দেওয়ার পরিণতি

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে যাকাত না দেওয়াদের কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন:

“وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ”
(সূরা আত-তাওবা: ৩৪)

অর্থ: “যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।”

এ আয়াত থেকে বোঝা যায়, যারা সম্পদ জমিয়ে রাখে কিন্তু তার প্রাপ্য হক (যাকাত) আদায় করে না, তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।

হাদিসে যাকাত না দেওয়ার শাস্তি

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“مَا مِنْ صَاحِبِ ذَهَبٍ وَلَا فِضَّةٍ لَا يُؤَدِّي زَكَاتَهَا إِلَّا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ صُفِّحَتْ لَهُ صَفَائِحُ مِنْ نَارٍ فَأُحْمِيَ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُ وَجُنُوبُهُ وَظُهُورُهُ”
(সহিহ মুসলিম: ৯৮৭)

অর্থ: “যে ব্যক্তি তার স্বর্ণ ও রৌপ্যের যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন সে সম্পদ আগুনের পাত বানিয়ে তার কপাল, পার্শ্বদেশ ও পিঠকে দগ্ধ করা হবে।”

এ হাদিস দ্বারা বোঝা যায়, দুনিয়ায় যাকাত না দেওয়া সম্পদ কিয়ামতের দিন শাস্তির মাধ্যম হয়ে দাঁড়াবে।

যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি

১. আল্লাহর অভিশাপ ও কঠোর শাস্তি

যাকাত না দেওয়া ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং তার অভিশাপ নেমে আসে।

২. দারিদ্র্য ও দুর্ভিক্ষ নেমে আসা

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا”
(ইবনে মাজাহ: ৪০১৯)

অর্থ: “যে জাতি তাদের সম্পদের যাকাত বন্ধ করে দেয়, আল্লাহ তাদের থেকে বৃষ্টি ধরে রাখেন। যদি পশুরা না থাকত, তবে তাদের এক ফোঁটাও বৃষ্টি দেওয়া হতো না।”

৩. সামাজিক অস্থিরতা বৃদ্ধি

যাকাত সমাজের ধনী-গরিবের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে। এটি বন্ধ হলে দরিদ্র শ্রেণি আরও অসহায় হয়ে পড়ে এবং সমাজে চুরি, ডাকাতি, হিংসা-বিদ্বেষ বাড়তে থাকে।

৪. কবরের আজাব

হাদিসে এসেছে, যারা যাকাত দেয় না, তাদের জন্য কবরেও কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে।

৫. কিয়ামতের ভয়াবহ শাস্তি

যাকাত না দেওয়া ব্যক্তিদের সম্পদ কিয়ামতের দিন তাদের জন্য জ্বলন্ত শাস্তির মাধ্যম হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেন:

“مَا مِنْ صَاحِبِ كَنْزٍ لَا يُؤَدِّي زَكَاتَهُ إِلَّا أُحْمِيَ عَلَيْهِ فِي نَارِ جَهَنَّمَ، فَيُجْعَلُ صَفَائِحَ فَيُكْوَى بِهَا جَنْبُهُ وَجَبِينُهُ”
(সহিহ বুখারি: ১৪০৩)

অর্থ: “যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার সে সম্পদ আগুনে গরম করে লোহার পাত বানিয়ে তার শরীরে দগ্ধ করা হবে।”

উপসংহার

যাকাত কেবল দানের নাম নয়; এটি গরিবদের প্রতি ধনীদের দায়িত্ব ও সমাজের ভারসাম্য রক্ষার একটি মাধ্যম। ইসলামে যাকাতের গুরুত্ব অপরিসীম, এবং এটি না দিলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে যাকাত আদায়ের মাধ্যমে শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন!

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত