আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে পাশবিক নির্যাতনের শিকার হয়ে ৮ বছরের এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
জানা যায়, গত ১ মার্চ শিশুটি বড় বোনের বাড়িতে বেড়াতে গেলে, স্বজনদের নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। দীর্ঘ ৮ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।
শিশুটির মা বাদী হয়ে মাগুরা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ, শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা এবং ভাসুর রাতুল শেখ। পুলিশ ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।
শিশুটির নির্মম মৃত্যুর খবরে মাগুরাসহ পুরো দেশে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মানবাধিকার কর্মীরা।
এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন।
শিশুটির পরিবার ও স্বজনরা এখন ন্যায়বিচারের অপেক্ষায় আছেন।