আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের এমপি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গুরুতর অভিযোগ এনেছে।
দুদকের দাবি, টিউলিপ সিদ্দিক ভুয়া নোটারি নথির মাধ্যমে ঢাকার গুলশানে অবস্থিত একটি ফ্ল্যাট নিজের বোন, আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহৃত হলেও স্বাক্ষর জাল বলে দাবি করেছেন ওই আইনজীবী।
এছাড়াও, শেখ হাসিনার ক্ষমতাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বাচলের নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগও আনা হয়েছে টিউলিপের বিরুদ্ধে। দুদকের তদন্তে জানা যায়, ২০১৫ সালে একটি হেবা দলিলের মাধ্যমে গুলশানের ফ্ল্যাটটি হস্তান্তরের চেষ্টা করা হয়েছিল।
দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, এটি বৃহত্তর তদন্তের অংশ, যেখানে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ-সংক্রান্ত অনিয়মের অভিযোগ তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, টিউলিপ সিদ্দিকের মুখপাত্র অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং প্রমাণ ছাড়া এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
দুদক তদন্ত অব্যাহত রেখেছে এবং এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত।