আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে তিনজন সাংবাদিক ও কয়েকজন মানবিক সহায়তা কর্মী রয়েছেন।
গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হলেও, মার্চের শুরুতেই তা ভেঙে যায়। এরপর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ইসরায়েলি বাহিনী নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে, যাতে আবারও প্রাণহানির ঘটনা বাড়ছে।
শনিবার (১৫ মার্চ) গাজার উত্তরাঞ্চল বেইত লাহিয়ায় চালানো ড্রোন হামলায় তিনজন সাংবাদিকসহ নয়জন নিহত হন। এ ছাড়া, কেন্দ্রীয় শহর জুহোর আদ-ডিকে আরেকটি ড্রোন হামলায় দুইজন নিহত হন।
ফিলিস্তিনি সাংবাদিক সংগঠন জানিয়েছে, নিহত সাংবাদিকরা মানবিক সহায়তা কার্যক্রমের চিত্র ধারণ করছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের শর্ত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, রাফাহ অঞ্চলে একটি তাঁবুতে ড্রোন বোমা হামলায় আটজন আহত হন। বেইত লাহিয়ায় এক ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আর এক নারী পিঠে গুলিবিদ্ধ হন।
ফিলিস্তিনের স্থানীয় কর্তৃপক্ষের মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দেড় শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।