
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলি হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত তিন দিনে অন্তত ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। সামগ্রিকভাবে, অক্টোবর ২০২৪ থেকে এ পর্যন্ত ১৩,০০০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল জানিয়েছেন, ‘এত অল্প সময়ে এত শিশুর প্রাণহানির নজির সাম্প্রতিক কোনো সংঘাতে নেই।’ তিনি আরও বলেন, হতাহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু শিশু নিখোঁজ রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। একাধিক আন্তর্জাতিক সংস্থা এই সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে শিশুদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ইউনিসেফ ও অন্যান্য সংস্থাগুলো বলছে, যুদ্ধ অব্যাহত থাকলে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে।
এ অবস্থায় মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই কার্যকর সমাধানের পথে এগোচ্ছে না, যা গাজার বাসিন্দাদের জন্য আরও অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।